
- Razib_98
- March 15, 2022
- 154
আজ সোমবার মন্ত্রিসভায় বৈঠকে ‘শিশু দিবাযত্ন কেন্দ্র আইন, ২০২১’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সেখানে বলা হয়েছে, শিশুর কোনো অব্যবস্থাপনা হলে বা শিশু হারিয়ে গেলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা যাবে।
ঢাকার বাসিন্দা সামিনা ইয়াসমিন তার সন্তানকে একটা দিবাযত্ন কেন্দ্র বা ডে-কেয়ার সেন্টার রেখে অফিসে করেন।
ছয় মাস আগে তিনি বাসার সাহায্যকারীর কাছে রেখে যেতেন সন্তানকে। কিন্তু নিরাপদ বোধ না করায় তিনি এখন বাচ্চাকে একটি ডে কেয়ার সেন্টারে রেখে যান।
তিনি বলছেন, কিছুটা চিন্তা থাকলেও ডে কেয়ার সেন্টারে রেখে কাজে যেতে তিনি অপেক্ষাকৃত বেশি নিরাপদ বোধ করেন।
তিনি বলছিলেন “যদি পরিচিতজনদের মাধ্যমে হয়, বাসার কাছে হয়, বিশ্বস্ত হয় – তাহলে সন্তান রেখে কিছুটা নিরাপদ লাগে। কারণ তাদের একটা দায়বদ্ধতা আছে। এছাড়া বাসায় কাজের সাহায্যকারীর কাছে রাখলে বা অন্য কারো কাছে রাখলে নিরাপদ লাগে না”।